গাজা, ২১ অক্টোবর: গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক ব্রিগেডের কমান্ডার কর্নেল আহসান দাকসা নিহত হয়েছে।
রবিবার হামাসের হামলায় নিহত হন দাকসা। আইডিএফ দাকসার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।ইসরাইলি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, গাজার একটি অঞ্চল পরিদর্শনের জন্য ট্যাঙ্ক থেকে বের হয়েছিলেন আহসান দাকসা।
আরও পড়ুনঃ ডলারমুক্ত লেনদেনে আসছে ‘ব্রিকস পে’
বের হওয়ার মাত্রই তিনি হামলার শিকার হন। এই হামলায় ইসরাইলের আরও ২ সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানান হ্যাগারি। কর্নেল আহসান দাকসা (৪১) ইসরাইলের দ্রুজ সম্প্রদায়ের সদস্য। গাজায় এখনও পর্যন্ত নিহত সবচেয়ে উচুঁ পদের ইসরাইলি সামরিক কর্মকর্তা হলেন আহসান দাকসা।
আহসান দাকসার নিহত হওয়ার ব্যাপারে ড্যানিয়েল হ্যাগারি আরও জানান, তাকে মাত্র ৪ মাস আগেই ইসরাইলি প্রতিরক্ষাবাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
তারপর থেকেই তিনি গাজার জাবালিয়া অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন। আহসান দাকসা ইসরাইলি সেনার হয়ে ২০০৬ সালের লেবানন যুদ্ধেও অংশ গ্রহণ করেছিলেন।