কলকাতাMonday, 12 July 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

করোনা কাঁটায় বিদ্ধ হয়ে বাতিল ইসকনের সুবর্ণজয়ন্তী বছরের রথযাত্রা

mtik
July 12, 2021 11:35 am
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রথযাত্রা।গত দুবছরে করোনা আবহে বদলে গিয়েছে অনেক কিছু ।রথ মানেই পাঁপড় ভাজা , রথ মানেই মেলা ।রথ মানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে রথে চাপিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া । তবে এবছর করোনা আবহে পুরী থেকে ইসকন সব জায়গাতেই কঠোর বিধিনিষেধের মধ্যে ই পালিত হতে চলেছে রথযাত্রা । পুরীতেও বন্ধ রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা ।কলকাতার ইসকন মন্দিরে ও এই করোনা পরিস্থিতিতে গতবছরের মত এবছর ও মন্দির ভক্ত শুন্য থাকবে ।শুধু পুরী বা ইসকন ই নয় এরাজ্যে হুগলী জেলার মাহেশের রথযাত্রা ও খুব বিখ্যাত । এছাড়াও আরো অন্যান্য বহু জায়গাতেই প্রাচীন ও বিখ্যাত রথযাত্রা রয়েছে । কিন্তু করোনা কাঁটায় বিদ্ধ হয়ে সবই আজ বন্ধ ।কোভিড প্রোটোকল মেনেই সব কিছুর আয়োজন করা হচ্ছে ।


এই বছর ইসকনের রথযাত্রা সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিল । এবছর কোভিড প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার সূচনা করবেন না । তার পরিবর্তে তিনি ভোগ পাঠাবেন , সেই ভোগ ই প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হবে ।ইসকন মন্দিরের রথযাত্রার যে শোভাযাত্রা বেরোত, তা শেষ হতো কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ।সেখানে তৈরী হত মাসির বাড়ি । এখানে সুবিশাল মেলা বসত উল্টোরথ পর্যন্ত । অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে তিন ভাইবোন আসতেন এবং এখানেই অধিষ্ঠান করতেন ।২০১৯ সালের পর পরপর দুবছর করোনা কাঁটায় বিদ্ধ হয়ে ইসকনের রথযাত্রা তার জৌলুস হারাল ।

ইসকন মন্দির সূত্রে জানানো হয়েছে , জগন্নাথ দেবের বিগ্রহ রা দুপুর ১২টায় তাদের রথে আরোহন করবেন । জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ নিয়ে কোন শোভাযাত্রা হবেনা।তাঁর গন্তব্য যাত্রা কিছু মিনিটের মধ্যে ই শেষ হয়ে যাবে ।