রহমতুল্লাহ, সাগরদিঘী: অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চেরিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির সহযোগিতায় ও সাগরদিঘী ব্লক কমিটির উদ্যোগে ওয়াকাফ বিল বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো, এদিন সাগরদিঘীর বিধায়কের বাড়ির পশ্চিমে অনুষ্ঠিত হয় ওয়াকাফ বিল বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই.পি.এস. তথা প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক হুমায়ুন কোবির, এছাড়াও উপস্থিত ছিলেন ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন সাহেব, আব্দুল হাকিম ও আহামেদ রেজা প্ৰমুখ। আই.পি.এস. হুমায়ুন কোবির ওয়াকাফ বিল নিয়ে বক্তব্য রাখেন। ওয়াকাফ বিরোধী সভার পাশাপাশি ইমাম সংগঠনদের পক্ষ থেকে দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হয়।