পুবের কলম, ওয়েবডেস্ক: এবার ইন্ডিগোর বিরুদ্ধে ঘুষের অভিযোগ। ৬ হাজার টাকার বিনিময়ে সোশ্যাল সাইট থেকে অভিযোগ পোস্ট মুছে ফেলার আর্জি। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রভাকর গুপ্তা নামে এক যাত্রী উপরিউক্ত অভিযোগটি এনেছেন।
দাবি, সময়ের ১৫ মিনিট আগে বিমানটি ছেড়ে দেয়। ফলত বিমান মিস করে দেন তিনি। এরপরই উড়ান সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছেন ওই পডকাস্টার। এদিন তিনি আরও জানান, সোশ্যাল সাইটে ইন্ডিগোর বিরুদ্ধে লেখা ওই পোস্ট ভাইরাল হতেই তৎপর হয় সংস্থাটি। তাঁকে মেসেজ করে পোস্ট ডিলিট করে দেওয়ার অনুরোধ জানায় ইন্ডিগো এয়ারলাইন্স। যার বিনিময়ে প্রভাকরকে ৬ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়।
ঘটনাপ্রসঙ্গে প্রভাকর জানিয়েছে, বিমানের সময় পরিবর্তনের কথা তিনি জানতেন না। স্বাভাবিকভাবেই বিমানবন্দরে পৌঁছে ফিরে আসতে হয় তাঁকে। এদিন বিমান সংস্থার কর্মীদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন বিমান ছেড়ে গেলে অভিযোগ করতে গেলে তাঁর কোনও কথাই শোনা হয়নি। এছাড়া তাঁকে ৪০ হাজার টাকা ফেরানোর কথা থাকলেও মাত্র ৩ হাজার টাকা ফেরতের প্রস্তাব দেওয়া হয়। এরপরই রাগে পুরো বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।