পুবের কলম, ওয়েবডেস্ক:রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। এর আগে রাজস্ব বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন তিনি। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, আগামী বৃহস্পতিবার নিজের দায়িত্ব বুঝে নেবেন রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর। পরবর্তী তিন বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
সঞ্জয় মালহোত্রা ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর করেছেন।
৩৩ বছরেরও বেশি সময়ের কর্মজীবনে মালহোত্রা বিদ্যুৎ, অর্থ ও কর, তথ্য প্রযুক্তি, খনি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। রাজস্ব সচিব নিযুক্ত হওয়ার আগে তিনি আর্থিক সেবা বিভাগের সচিব ছিলেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সঞ্জয় মালহোত্রা বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন।