ইসলামাবাদ, ১০ নভেম্বরঃ ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর ডাকে ইমরানের হাজারো সমর্থক জড়ো হয়েছিল গণসমাবেশে। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, পিটিআই নেতা ওমর আইয়ুব খান, আসাদ কায়সার, গোহার আলী খানসহ পিটিআই দলের শীর্ষ নেতৃত্বরা। এদিনের সমাবেশে থেকে অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান তারা। পিটিআই নেতাদের বক্তব্য, ‘সৃষ্টিকর্তা চাইলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবেন। সেই দিন খুবই কাছে যেদিন ইমরান খান জেলের বাইরে থাকবেন।’
Read More: রাজনৈতিক প্রতিহিংসা, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক
প্রসঙ্গত, অক্টোবর মাসেই ইমরান খানকে মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা। জো বাইডেনকে পাকিস্তানের ওপর চাপ দিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মুক্তির ব্যবস্থা করতেও অনুরোধ করেছিলেন মার্কিন আইনপ্রণেতা। তবে এদিনের সমাবেশে থেকে পিটিআই নেতারা সাফ জানিয়েছেন, ইমরান খানের মুক্তির জন্য বাইরের দেশের কোনো হস্তক্ষেপ চান না তারা।
এদিকে পিটিআই নেতার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছেন ইমরানের সমর্থকরা। বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত আইনের বিরুদ্ধেও বিক্ষোভ দেখিয়েছেন তারা। নতুন করে ফের বিক্ষোভ আছড়ে পড়ল ইসলামাবাদে।