পুবের কলম ওয়েবডেস্কঃ থাকতে চান বাইচুংয়ের হোমস্টে তে, করতে চান পাহাড়ি বিছের সঙ্গে ট্রেকিং? তবে আপনার জন্য রইল সুলুকসন্ধান।ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম অবশ্যই বাইচুং ভুটিয়া।নিজের সিকিমের বাড়িটিকে এখন বাইচুং হোমস্টের চেহারা দিয়েছেন।নাম দিয়েছেন ইগলস নেস্ট।
পাহাড়ের কোলের স্বপ্নের এই বাড়িটি আক্ষরিক অর্থেই ভ্রমণার্থীদের জন্য স্বর্গরাজ্য। কি নেই চোখজুড়োনো লোকেশন, অর্কিড, সম্পূর্ণ পাথরের তৈরি এই বাড়িটিতে আছে মোট সাতটি ঘর। প্রতিটি ঘর থেকেই দেখা যাবে হিমালয়ের অপার্থিব সৌন্দর্য্য। রয়েছেন বন ফায়ার এবং আড্ডার জন্য বিশেষ জায়গা।এছাড়াও বাইচুং নিজে বৌদ্ধ ধর্মালম্বী হওয়ার জন্য রয়েছে উপাসনার জায়গাও।
গৃহস্বামী হিসেবে নিজেই আপনাকে স্বাগত জানাবেন প্রাক্তন এই ভারতীয় তারকা ফুটবলার।“ হামরো সিকিম” প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি, শুরু করেছেন পর্যটন ব্যবসাও। তারই অংশ হিসেবে এবার নিজের বাড়িকেই আস্ত একটা হোমস্টেতে পরিনত করেছেন তিনি।প্যাংথাং ইগলদের নেস্টিং গ্রাউন্ড বলে পরিচিত। মার্চ-এপ্রিল বা সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই হোমস্টেতে থাকলে এই প্রজাতির দেখা মিলবে। সেই কারণেই এই বিলাসবহুল বাসস্থানের নাম দেওয়া হয়েছে ‘ইগলস নেস্ট’। বাইচুং নিজেও নিজের এই হোমস্টে নিয়ে খুব একটা প্রচার চাননা। শুধুমাত্র ইন্সটাগ্রামেই চলে প্রচার। একগাদা পর্যটকের ভিড়ে যেন নিজস্ব সৌন্দর্য্য না হারায় ঈগল নেস্ট সেটাই চান বাইচুং।