পুবের কলম, ওয়েবডেস্কঃ বিশ্বের জনপ্রিয় স্মার্টফোন অ্যাপলের আইফোন বিক্রি নিষিদ্ধ ঘোষণা করল ইরান। বর্তমানে দেশটিতে অ্যাপলের কোনও অফিসিয়াল এজেন্ট নেই। কঠোর বিদেশি নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটির অনেকেই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন অ্যাপল ফোন কেনার জন্য।
এতদিন অ্যাপলের ফোনগুলো বেসরকারি চ্যানেলের মাধ্যমে ইরানে আমদানি হত। স্থানীয় মিডিয়া জানিয়েছে, ২২ মে থেকে ইরানে আইফোন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রক এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি আমেরিকান ফোন এবং তার জনপ্রিয়তা নিয়ে ইরানের জনসাধারণের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। আইফোনের পাশাপাশি বেশকিছু মার্কিন পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইরান সরকার।