পুবের কলম প্রতিবেদকঃ পথদুর্ঘটনা এড়াতে কড়া হচ্ছে পুলিশ প্রশাসন। কিছুদিন আগেই সংশোধিত মোটর ভেহিক্যাল আইন অনুসারে ফাইনের হার বাড়িয়েছে রাজ্য। এবার হেলমেটবিহীন বাইক চালকদের বাগে আনতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বেপরোয়া বা হেলমেটবিহীন বাইকের দাপট রুখতে কড়া হবে পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালালেই তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হবে।
জানা গিয়েছে, ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার কোনও আধিকারিক এবার থেকে লাইসেন্স সাসপেন্ড করতে পারবেন।
শুক্রবারই কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক এ নিয়ে নির্দেশনামা জারি করেছেন। তারপর শুরু হয়েছে পুলিশের তৎপরতা। জানা গিয়েছে, এতদিন ধরে কলকাতা শহরে মদ্যপ বা বেপরোয়াভাবে কেউ বাইক চালালেই বাইক চালকের লাইসেন্স সাসপেন্ড করা যেত। এবার বিনা হেলমেটে বাইক চালালেও সাসপেন্ড হবে সংশ্লিষ্ট বাইক চালকের লাইসেন্স। তিন মাসের জন্য সাসপেন্ড করা হবে বলে জানা গিয়েছে।