পুবের কলম, ওয়েব ডেস্কঃ সংবিধানের নামে শপথ নিয়ে ‘ধর্মীয় স্বাধীনতা’ বিরোধী মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর। যোগী সরকারের মন্ত্রীসভার সদস্য মায়াঙ্কেশবর শরণ সিং বলেছেন, যারা ভারতে থাকতে চায় তাদের উচিৎ রাধে রাধে জপ করা। তাঁর সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই মন্ত্রীর সেই বক্তব্য সামনে আসতেই সরব হয়েছে বিরোধী দলগুলি।
জানা গেছে, রাজ্যের আমেঠি জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেন মায়াঙ্কেশবর। তিনি বলেন, ‘হিন্দুস্তান মে রেহেনা হ্যায় তো রাধে রাধে কাহনা হ্যায়’।
তবে এই ঘটনা নতুন নয়। সম্প্রতি বিজেপি নেতা নন্দ কিশোর গুর্জার গাজিয়াবাদে বলেন, হিন্দুদের দরগায় যাওয়া উচিৎ নয়। কারণ সেখানে জেহাদিদের কবর দেওয়া হয়েছে। যারা হিন্দু মহিলাদের উপর অত্যাচার করেছে।
বিজেপি নেতাদের এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের এক বর্ষীয়ান নেতা বলেন, শাসক দল বিভাজনমূলক রাজনীতির খেলা খেলছে। বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও বন্ধুত্ব নষ্ট করতে চায়। তিনি দাবি করেন, অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে বরখাস্ত করা উচিৎ। অন্যদিকে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, এই সরকার সংবিধানকে সম্মান করে না। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামে মসজিদকে ঘিরে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে তারও নিন্দা করে বলেন, ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র।