কলকাতাSaturday, 29 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

কেমন ছিল বিশ্বের প্রথম আইফোন? জানলে চমকে উঠবেন আপনিও

mtik
January 29, 2022 8:29 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ আইফোন নিয়ে সকলেরই একটা আলাদা আবেগ কাজ করছি থাকে। কিন্তু জানেন কি প্রথম কবে বাজারে এসেছিল আই ফোন? কি কি ফিচার্স ছিল তাতে।

 

স্টিভ জোবস ২০০৭ সালের ৯ জানুয়ারি প্রথম আইফোন নিয়ে এসেছিলেন। এ যুগান্তকারী স্মার্ট-ফোন অ্যাপেল আইফোন নামে তখন বাজারে এসেছিল। টাচ-স্ক্রিন আইপডের সঙ্গেই এই ডিভাইস, ইন্টারনেট কমিউনিকেটর ও মোবাইল হিসেবে ব্যবহার করা হয়েছিল।

প্রথম আইফোনে টুজি কানেক্টিভিটি দিয়েছিল অ্যাপেল। সেই সময় ব্ল্যাকবেরি ও নোকিয়া স্মার্ট-ফোনে থ্রিজি কানেক্টিভিটি সঙ্গেই কোয়ার্টি কি-বোর্ড পাওয়া যেত। তবে প্রথম আইফোনে ছিল ২.৪ গিগাহার্জ ওয়াইফাই সাপোর্ট।

 

 

প্রথম আইফোনে ব্যবহার করা হয়েছিল, একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে শুধুমাত্র ছবি তোলা যেত। ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ ছিলনা। আইফোন 4 এ প্রথম সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। সেই সময় অন্যান্য সব ফোনে রিমুভেবল ব্যাটারি ব্যবহার হলেও আইফোনের ব্যাটারি খোলার কোন সুযোগ ছিল না।

আজও সব আইফোনে একই মন্ত্র ব্যবহার করেছে অ্যাপেল।এখন প্রায় সকলেই ব্লুটুথ হেডসেট ব্যবহার করলেও ,অনেকেই জানেন না ২০০৭ সালে ব্লুটুথ হেডসেট তৈরি করেছিল অ্যাপেল। আইফোনের সঙ্গে কানেক্ট করে এই হেডসেটের মাধ্যমে ভয়েস কলসহ গানও শোনা যেত। পরে এয়ারপোডের হাত ধরে বাজারে আসে কোম্পানির প্রথম ব্লুটুথ হেডসেট।