আইভি আদক, হাওড়া: আরজি কর আবহে বিচার চেয়ে প্রশাসনের কোপে হোমগার্ড। ব্যারাকপুর কমিশনারেটের বেলঘড়িয়া থানায় তিনি কর্মরত ছিলেন গত পাঁচ বছর ধরে। সোশ্যাল মিডিয়ায় তিলোত্তমা প্রসঙ্গে একটি গান ভাইরাল হয়।
তিলোত্তমার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় ওই গান পোস্ট করেছিলেন তিনি। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা কাশীনাথ পাণ্ডা নামের ওই হোমগার্ডকে এই ঘটনার পর বসিয়ে দেওয়া হয়।
Read more: ‘তারিখ পে তারিখ’: ওবিসি-এ মামলার শুনানি পিছিয়ে চলেছে সুপ্রিম কোর্টে
এর বিচার চেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি এই ঘটনায় তাঁর বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। তিনি অবিলম্বে চাকরি যাতে ফিরে পান তার দাবি তুলেছেন।