পুবের কলম, ওয়েব ডেস্কঃ আগে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বোর্ড বা হিডকো ছিল পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে। আর তার চেয়ারম্যান ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার সেই পোস্ট নিজের হাতে নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব¨্যােপাধ্যায়। জানা গিয়েছে, রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বা পার-এর অধীনে যেতে চলেছে হিডকো। দায়িত্ব নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ্যে আসেনি।
জানা গিয়েছে, নয়া সিদ্ধান্ত পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে নতুন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অধীনে আসবে হিডকো। অনেকেই বলছেন, হিডকোর অধীনেই দিঘার জগন্নাথ সাংßৃñতিক কেন্দ্র তৈরি হয়েছে। যা আদতে মন্দির বলেই পরিচিত। তার ট্রাস্টি বোর্ড গঠিত হয়নি। সেই বোর্ডে ফিরহাদ হাকিম থাকলে কেউ কেউ বিতর্ক তৈরি করতে পারে।
যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী আমাকে নিজে জানিয়েছেন। হিডকো কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর বা পার-এর অধীনে যাবে। উনিই আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এবার নিজেই সেটা দেখবেন। রাজনৈতিক বিতর্ক নিয়ে ফিরহাদ বলেন, দল আমাকে সাইড করছে বা অন্য কিছু হচ্ছে, এমনটা সঠিক নয়। উনি নিজে দায়িত্ব দেন। দলের অনুগত সৈনিক হিসাবে সেই দায়িত্ব আমি পালন করি। উনি যা ভালো বোঝেন সেভাবেই কাজ করেন। আমরা দলের সবাই সেটা মেনে চলি। দলের পায়ের তলায় মাটি সরে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, দলের মাটি অনেক শক্ত। তাই তো মাটিগাড়ার ভোটেও তৃণমূল জিতেছে।