পুবের কলম প্রতিবেদক: হওড়ার পর এবার শিয়ালদহ। বর্ষশেষে ভোগান্তির মুখে পড়তে চলেছে যাত্রীরা৷ পরিকাঠামোর কাজের জন্য দৈনিক বন্ধ থাকবে একাধিক লোকাল ট্রেন। এই কাজের কারণে প্রভাব পড়বে হাবরা, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি সেকশনে। দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষানাবেক্ষণের কাজের জন্য ৭ ঘণ্টার পাওয়ার ব্লক করা হচ্ছে। শনি (২৮ডিসেম্বর) ও রবিবার (২৯ডিসেম্বর) বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে সেই তালিকাও দিয়েছে রেল।
২৮ ডিসেম্বর বাতিল ট্রেনের তালিকা:
শিয়ালদহ-ডানকুনি: আপ 32249
ডানকুনি-শিয়ালদহ: ডাউন 32252
লালগোলা-শিয়ালদহ: আপ 03172 (রাত ২টো ১৫ মিনিটের পরিবর্তে ১০টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।)
২৯ ডিসেম্বর বাতিল ট্রেনের তালিকা:
শিয়ালদহ-বনগাঁ: আপ 33811, 33813/ ডাউন 33820, 33822
শিয়ালদহ-হাবরা: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654
শিয়ালদহ– হাসনাবাদ: আপ 33513/ ডাউন 33514
শিয়ালদহ–ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220
শিয়ালদহ-দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616, 33618
শিয়ালদহ-কল্যাণী সিমন্ত: আপ 31311, 31313/ ডাউন 31312, 31316
শিয়ালদহ-শান্তিপুর: আপ 31511, 31513/ ডাউন 31512, 31516
শিয়ালদহ-গেদে: আপ 31911/ ডাউন 31912
শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812
শিয়ালদহ-নৈহাটি: আপ 31411/ ডাউন 31414
শিয়ালদহ-রানাঘাট: আপ 31611, 31613, 31615/ ডাউন 31612, 31614, 31616
বারাসত-দত্তপুকুর: আপ 33357