পুবের কলম, ওয়েবডেস্ক: বলিউড ভাইজান বলিউড তারকা সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনা অন্য দিকে মোড় নিল। অভিযুক্ত জেলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করে, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা জানান তার মৃত্যু হয়েছে।
অভিযুক্ত ২৩ বছরের অনুজ থাপান জেলের শৌচালয়ের মধ্যে বিছানার চাদর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে তড়িঘড়ি রাজ্যের জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। অনুজ থাপানকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সাগর পাল এবং ভিকি গুপ্তাকে অস্ত্র সরবরাহ করার অভিযোগে সোনু কুমার বিষ্ণোই-এর সঙ্গে থাপানকে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ মুম্বাইয়ের আজাদ ময়দান থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে।
এএনআইয়ের একটি রিপোর্টে জানানো হয়েছিল গত চৌদ্দ এপ্রিল ভোর ৫টা নাগাদ দুজন ব্যক্তি সলমন খানের বাড়ির সামনে এসে গুলি চালিয়েছেন। প্রসঙ্গত বিষ্ণোই গ্যাংয়ের তরফে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। অভিনেতাকে সাবধান করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তাঁরা। জানিয়েছেন এটাই শেষবার যখন তারা সলমনকে সাবধান করলেন।