পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ বিল পাস হওয়ার পর তা আইনে পরিণত হলে মুসলিমদের দানকৃত ওয়াকফ সম্পত্তির মালিকানা, পরিচালনা ও অন্যান্য ধর্মীয় অধিকার লঙ্ঘিত হবে। এছাড়াও ওয়াকফ নিয়ে সরকারের নতুন নিয়ম-কানুনের ফলে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন দেশের মুসলিমরা।
আর তাই গত অধিবেশনে পার্লামেন্টে ওয়াকফ বিল পেশ করা হলেও বিরোধীদের চাপে যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটি বিবেচনার জন্য পাঠানো হয়েছে। সেই কমিটি বিভিন্ন রাজ্যে স্টাডি ভিজিট করার পাশাপাশি সাধারণ মানুষের মতামত গ্রহণ, আপত্তি শুনছে।
এরই মধ্যে মোদি সরকার ফের পার্লামেন্টে ◊ওয়াকফ বিল◊ নিয়ে আলোচনা করতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, সামনেই শুরু হবে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন। আর সেই অধিবেশনে নতুন পাঁচটি বিল পেশ করতে চলেছে নরেন্দ্র মোদির সরকার। আসন্ন অধিবেশনে যেসব বিল পেশ করতে চাইছে সরকার তারমধ্যে জাতীয় নিরাপত্তা এবং বাণিজ্যিক প্রয়োজনের জন্য ভারতীয় জাহাজগুলিকে উৎসাহিত করা ও ভারতীয় বন্দরসমূহের সংরক্ষণের বিষয়ের বিলও আছে। এই তালিকায় আছে ওয়াকফ বিলও।
♠১২ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া♠
পার্লামেন্টের দুই কক্ষের বুলেটিন সূত্রে জানা গিয়েছে, মোট ১৮টি বিল অস্থায়ীভাবে তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে ১৩টি এমন বিল আছে যেগুলি নানান কারণে মুলতুবি বা পেন্ডিং রয়ে গেছে। লোকসভায় ১৫টি বিল তালিকাভুক্ত আছে।
নয়া বিলগুলির মধ্যে আছে উপকূলীয় শিপিং বিল-২০২৪, যার মাধ্যমে সরকার উপকূলীয় বাণিজ্য, জাতীয় নিরাপত্তার জন্য ভারতীয় নাগরিকদের মালিকানাধীন দেশীয় জাহাজগুলিকে উৎসাহিত করতে চায়। অন্যদিকে ভারতীয় বন্দরসমূহ বিল-২০২৪ এর মাধ্যমে বন্দরগুলি সুরক্ষা, নিরাপত্তা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক বাধ্যবাধ্যকতা ও বিধির সঙ্গে সঙ্গতি রাখতে চায় সরকার।
এছাড়াও সরকার সামুদ্রিক চুক্তির অধীনে ভারতের বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করতে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য সর্বোত্তমভাবে উপযুক্ত পদ্ধতিতে ভারতীয় নৌপরিবহণের বিকাশ নিশ্চিত করতে ◊দ্য মার্চেন্ট শিপিং বিল-২০২৪◊ আনার পরিকল্পনা করছে।
জানা গিয়েছে, পঞ্জাব আদালত (সংশোধনী) বিল-২০২৪, এর মাধ্যমে দিল্লি জেলা আদালতের আর্থিক আপিলের এখতিয়ার তিন লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা এবং ‘রাষ্ট্রীয় সহকারি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্যও একটি বিল প্রস্তাব করা হয়েছে।
♠১২ বছর পর সেনাকুঞ্জে খালেদা জিয়া♠
এ দিকে লোকসভায় মুলতুবি থাকা বিলগুলির মধ্যে আছে দুর্যোগ ব্যবস্থাপনা (সংশোধনী) বিল-২০২৪, গোয়া রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলিতে তফসিলি উপজাতিদের প্রতিনিধিত্বের পুনর্বিন্যাস বিল-২০২৪, মুসলিম ওয়াকফ (রিপিল) বিল-২০২৪, লেডিং বিল-২০২৪, সমুদ্র মারফৎ পণ্য পরিবহণ বিল-২০২৪, রেলওয়ে (সংশোধনী) বিল-২০২৪ এবং ব্যাঙ্কিং আইন (সংশোধনী) বিল-২০২৪। অন্যদিকে রাজ্যসভায় মুলতুবি আছে তেলক্ষেত্র (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংশোধনী বিল-২০২৪, বয়লার বিল-২০২৪। অন্যদিকে ভারতীয় বায়ু বিদ্যায়ক বিল-২০২৪ লোকসভায় পাস হলেও রাজ্যসভাতেও মুলতুবি রয়েছে।