পুবের কলম, ওয়েবডেস্ক: : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফর সত্যিই তাৎপর্যপূর্ণ প্রমাণিত হল। “হাই-টেক হ্যান্ডশেক” মেগা ইভেন্টে ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল তিনটি আমেরিকান টেক কোম্পানি বা প্রযুক্তি প্রতিষ্ঠান। এই তিনটি টেক কোম্পানি হল অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট। বলা যায়, ভারতের ইতিহাসে প্রযুক্তিগত খাতে এক নয়া দুয়ার উন্মোচন হতে চলেছে। অ্যামাজন ১৫ বিলিয়ন মার্কিন ডলার ও গুগল ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে আলোচনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে। আর সেই সফরেই নয়া উদ্যোগের কথা জানালেন গুগল-এর সিইও সুন্দর পিচাই। শীঘ্রই ভারতে তথা গুজরাটের মাটিতে তৈরি হবে গুগল-এর গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার। প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতিতেই একথা জানিয়েছেন পিচাই। গুজরাটের গান্ধিনগরে গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটিতে এই সেন্টার খুলবে গুগল।
শুক্রবার সফরের তৃতীয় দিনে আমেরিকার একাধিক তথ্য ও প্রযুক্তি সংস্থার কর্তার মুখোমুখি হন মোদি। সেই বৈঠক অনুষ্ঠিত হয় হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, গুগলের সিইও সুন্দর পিচাই ছাড়াও এদিনের বৈঠকে ছিলেন মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলা, অ্যাপল-এর সিইও টিম কুক, অ্যামাজন সিইও অ্যান্ড্রু জ্যাসি প্রমুখ। মোদির উপস্থিতিতে সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গুগল। ভারতের অন্যান্য আঞ্চলিক ভাষাগুলি নিয়েও কাজ করার কথা ভাবা হচ্ছে। যাতে সব ভাষাভাষির মানুষ সহজেই এই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে। গুগল সিইও পিচাই মোদির প্রশংসায় বলেন, ডিজিটাল ভারত নিয়ে ভাবনায় সময়ের থেকে অনেকটাই এগিয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী। অন্যান্য দেশের কাছেও এক দৃষ্টান্ত স্থাপন করেছেন মোদি।
অ্যামাজনের সিইও অ্যান্ড্রু জেসি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশটিতে এই শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগ ২৬ বিলিয়ন ডলার ছাড়াবে। অ্যামাজন ১০ মিলিয়ন ছোট ব্যবসাকে ডিজিটাইজ করা সহ ২০ বিলিয়ন ডলার রফতানি বাড়াবে, এবং ২০২৫ সালের মধ্যে ভারতে ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি।
বৈঠকে মোদি ও জেসি ভারতে স্টার্টআপ প্রতিষ্ঠান, নতুন কর্মসংস্থান, রফতানি বৃদ্ধি, ডিজিটাইজেশন, ব্যক্তির ক্ষমতায়ন ও বিশ্ববাজারে ক্ষুদ্রশিল্পের প্রতিযোগিতা করার বিষয়গুলো নিয়েও আলোচনা করেছেন।
মাইক্রোসফট চেয়ারম্যান, সিইও সত্য নাদেলা মোদির সঙ্গে বৈঠকের পরেই ভারতে বিনিয়োগের ব্যাপারে উৎসাহের কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকে ভারতীয়দের জীবন উন্নত করতে প্রযুক্তির শক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করেছেন। সিইও সত্য নাদেলা ভারতকে বিশ্বের অন্যতম প্রাণবন্ত বিকাশকারী এবং স্টার্ট-আপ ইকোসিস্টেমের আবাসস্থল বলে বর্ণনা করেন। নাদেলা বলেন, মাইক্রোসফট ভারতীয় প্রযুক্তির বৃদ্ধির জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যা ভারত এবং সারা বিশ্বের বাজার উভয়কেই প্রভাবিত করবে। গত মাসেই মাইক্রোসফট ভারতে সরকারি সহায়তার জন্য মোবাইল ডিভাইসে একটি নতুন জেনারেটিভ এআই-চালিত চ্যাটবট চালু করেছে। এই প্রযুক্তি একাধিক ভাষায় কথা বলতে ও লিখতে সক্ষম। পাশাপাশি মহাকাশ জগতের ক্ষেত্রেও ভারত আরটেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেছে। এই বছরের শেষের দিকে নাসা ও ইসরো মানব স্পেসফ্লাইট সহযোগিতার জন্য একটি কৌশলগত পরিকাঠামো তৈরি করবে।