পুবের কলম, ওয়েবডেস্কঃ শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গীতশ্রী। বুধবার তাঁর সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীর আগের তুলনায় ভালো আছে। আপাতত তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে না। হালকা সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কিংবদন্তী গায়িকা। সার্বিকভাবে সংকট না কাটলেও শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় খুশি চিকিৎসকেরা।
গুরুতর অসুস্থ হয়ে গত ২৭ জানুয়ারি প্রথমে এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন তিনি। ভর্তির সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন গীতশ্রী। রাজ্যে সরকারের উদ্যোগে গ্রিন করিডর করে নিয়ে আসা হয় এসএসকেএম-এ। করোনা রিপোর্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। কোভিড আইসোলেশনে রাখা হয় তাকে। পরে করোনা মুক্ত হন সন্ধ্যা মুখোপাধ্যায়। এসএসকেএম থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তিরত করা হয় তাকে। সেখানে তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। রয়েছেন ডক্টর সুশান মুখোপাধ্যায় (ডিরেক্টর এবং এইচওডি কার্ডিওথোরাটিক সার্জারি) এবং কার্ডিওলজির এইচওডি ডক্টর প্রকাশ চন্দ্র মণ্ডল, পালমোনলজিস্ট দেবরাজ জস ও সিনিয়র অর্থোপেডিক সার্জেন রঞ্জন কামিলিয়া।