নিউইয়র্ক: গত বছর অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ৩৪১ জন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি দ্যুজারিক এ কথা বলেছেন। এক সাংবাদিক সম্মেলনে দ্যুজারিক বলেছেন, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের তিন কর্মী ও সেভ দ্য চিলড্রেনের একজন কর্মী-সহ মোট চারজন মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে নিহত মানবিক সহায়তা কর্মীর সংখ্যা বেড়ে ৩৪১ এ পৌঁছেছে। তিনি আরও বলেন, আমাদের মানবিক সহায়তা সরবরাহকারী অংশীদাররা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে সতর্ক করেছেন। সামরিক বাহিনীর স্থল অভিযান, বেসামরিক এলাকায় বোমা হামলা ও অবিস্ফোরিত বোমার উপস্থিতির কারণে স্থানীয় খাদ্য ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি আগ্রাসনে এখনও পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। রাষ্ট্রসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।