কলকাতাMonday, 4 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

গান্ধিজির ঘাতক নাথুরাম গডসেকে নিয়ে চলচিত্র নির্মাণের ঘোষণা!

Puber Kalom
October 4, 2021 11:01 am
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক: মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে অভিনেতা এবং পরিচালক মহেশ মঞ্জরেকর ঘোষণা করেছেন, তিনি ‘গডসে’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করবেন। এই ছবিটি তৈরি করছেন সন্দীপ সিং, যিনি নরেন্দ্র মোদি, ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি তৈরি করেছেন।
মহেশ মাঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় ছবির মোশান পোস্টার পোস্ট করে বলেন, এটি এমন একটি গল্প যা কেউ বলার সাহস পায়নি। অন্যদিকে, সন্দীপ সিং বলেছেন, তিনি ‘গডসে’ কে তার প্রথম ছবি করতে চেয়েছিলেন। তিনি বলেন, গডসের গল্প এমনই যে এটি সিনেমা প্রেমীদের কাছে আনা প্রয়োজন।
মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে তাঁর হত্যাকারী নাথুরাম গডসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের ঘোষণায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, সন্দীপ সিংকে টার্গেট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রস্তাবিত ওই ছবির মোশান পোস্টার শেয়ার করে এক বার্তায় বলেন, ‘মোদিজীর জীবন নিয়ে চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা এবার বাপুজীর হত্যাকারী সন্ত্রাসবাদী গডসেকে মহিমান্বিত করার একটি স্মার্ট প্রচেষ্টা হিসেবে “গডসে” চলচ্চিত্রটি তৈরি করতে চলেছেন। এটি ছবির পোস্টার। মোদিজী আপনি কি এই ছবিটি করার অনুমতি দিয়েছেন? ‘
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।