পুবের কলম ওয়েবডেস্ক: মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে অভিনেতা এবং পরিচালক মহেশ মঞ্জরেকর ঘোষণা করেছেন, তিনি ‘গডসে’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করবেন। এই ছবিটি তৈরি করছেন সন্দীপ সিং, যিনি নরেন্দ্র মোদি, ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিটি তৈরি করেছেন।
মহেশ মাঞ্জরেকর সোশ্যাল মিডিয়ায় ছবির মোশান পোস্টার পোস্ট করে বলেন, এটি এমন একটি গল্প যা কেউ বলার সাহস পায়নি। অন্যদিকে, সন্দীপ সিং বলেছেন, তিনি ‘গডসে’ কে তার প্রথম ছবি করতে চেয়েছিলেন। তিনি বলেন, গডসের গল্প এমনই যে এটি সিনেমা প্রেমীদের কাছে আনা প্রয়োজন।
মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীতে তাঁর হত্যাকারী নাথুরাম গডসের উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণের ঘোষণায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, সন্দীপ সিংকে টার্গেট করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রস্তাবিত ওই ছবির মোশান পোস্টার শেয়ার করে এক বার্তায় বলেন, ‘মোদিজীর জীবন নিয়ে চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা এবার বাপুজীর হত্যাকারী সন্ত্রাসবাদী গডসেকে মহিমান্বিত করার একটি স্মার্ট প্রচেষ্টা হিসেবে “গডসে” চলচ্চিত্রটি তৈরি করতে চলেছেন। এটি ছবির পোস্টার। মোদিজী আপনি কি এই ছবিটি করার অনুমতি দিয়েছেন? ‘
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ব্রেকিং
- অবশেষে যুক্ত হতে যাচ্ছে শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো লাইন
- মকর সংক্রান্তিতে শুভকামনা মমতার, শুভেচ্ছা বার্তা পোস্ট অভিষেকের
- দাবানল: অস্কার মনোনয়ন ঘোষণা পিছল
- ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারামের জামিন
- সিবিআই আমাকে ফাঁসাচ্ছে, যাতে কৃতকর্ম ফাঁস না হয়ে যায়ঃ ইডি আধিকারিক
- মহাকুম্ভে তীব্র ঠান্ডায় হাজার হাজার মানুষ অসুস্থ
- রামমন্দিরের উদ্বোধনেই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত: আরএসএস প্রধান
- ল্যান্ডমাইন বিস্ফোরণ, উপত্যাকায় আহত ৬ সেনা জওয়ান
- সন্তানকে সফল সম্পদ হিসেবে গড়ে তুলতে মায়েরা কঠোর হন’ আলোচনা সভায় মত বিশিষ্টদের
- জিএসটির চাপ গরিবদের উপর, ধনীদের ছাড়, কর কমাতে পথে নামছে কংগ্রেস
- টাকা তলানিতে-পতন শেয়ারে, সবমিলিয়ে ধুঁকছে অর্থনীতি
- মণিপুরে আসাম রাইফেলসের অস্থায়ী পোস্টে আগুন ধরাল গ্রামবাসীরা