পুবের কলম, ওয়েবডেস্কঃ ফিরহাদ হাকিম সদ্য কলকাতা পুরসভার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপরই উচ্ছ্বাস ও অভিনন্দনের জোয়ারে প্রায় ভেসে গিয়েছেন ফিরহাদ হাকিম। শুক্রবার তিনি জুম্মার নামায আদায় করেন চেতলায় তাঁর বাড়ি সংলগ্ন মসজিদে।
তিনি এই ওয়াকফকৃত মসজিদ-সম্পত্তির মুতাওয়াল্লীও প্রশাসক ও তত্ত্বাবধায়ক। নামায শেষে দেখা গেল– প্রচুর মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে রয়েছেন হিন্দু-মুসলিম সকলেই। তারা অপেক্ষমান– কখন ফিরহাদ হাকিম বের হয়ে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ছবিতে ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা যাচ্ছে সাবেক সাংসদ আহমদ হাসান ইমরানকে। ইমরান মসজিদেই লাল গোলাপের একটি তোড়া ফিরহাদ হাকিমের হাতে তুলে দিয়ে বলেন– নবীজী সা. ফুল ভালবাসতেন। তাই আপনাকে জানাচ্ছি ফুলেল অভিনন্দন।