পুবের কলম ওয়েবডেস্কঃ একেবারেই জীর্ণ- শীর্ণ চেহারা। পরনের পোশাকও ততধিক ধূলিধূসরিত। ডানলপ ফুটপাতে দিন গুজরান করা ইরা বসু নাকি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিজের বোন।
এই খবর সামনে আসতেই স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। অবিবাহিত ইরা বসু খড়দহের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। ভাইরোলজিতে ডক্টরেটও করেছেন।ঝরঝরে বাংলা আর ইংরেজিতে কথা বলেন। এহেন একজন উচ্চশিক্ষিতা মহিলা কি করে ফুটপাতে ঠাঁই হল তার যুক্তিগ্রাহ্য জবাব মিলছে না।
স্থানীয়দের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা তিনি। দীর্ঘদিন শিক্ষকতা করতেন। কিন্তু বছরখানেক ধরে ডানলপ মোড়েই থাকছেন। বুদ্ধবাবু যখন করোনা আক্রান্ত হন, তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় পুজোও দেন ইরা দেবী।
স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, ট্রাফিক পুলিশরা বলছেন কারুর থেকে কোন সাহায্য নেননা ওই বৃদ্ধা। কথাবার্তা শুনলেই বোঝা যায় তিনি শিক্ষিত।আপাতত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।