পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধানসভার বাজেট পেশ। প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বিধানসভায় বাজেট পেশ চন্দ্রিমা ভট্টাচার্যের।
অর্থ দফতরেরই প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার স্বাধীন দায়িত্ব পেয়েছেন।
আজ রাজ্য বিধানসভায় ২০২২-২৩ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবে রাজ্য সরকার। এদিকে বাজেট পেশ শুরু হতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। বিধানসভার পোর্টিকোতে বসে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে তারা।
ভুয়ো বাজেট পেশ করছে বলেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।
এরপরেই আসরে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিক বৈঠকে করে সেখান থেকেই বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী। সেখানেই স্বশরীরে না হলেও ভার্চুয়ালি উপস্থিত থেকে এই বাজেট পেশ-এ মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।
- নারী শিশু কল্যাণে বরাদ্দ বেড়েছে
- এখনও কেন্দ্রের কাছে অনেক টাকা পাই
- ৯০ হাজার কোটির বেশি টাকা পাই
- কৃষিক্ষেত্রে বরাদ্দ বেড়েছে ১১.৩
- ৭৮ লক্ষ কৃষক সাহায্য পেয়েছেন
- নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বেড়েছে
- ১ লক্ষ ৫৭ হাজারে বেশি জাতি শংসাপত্র দেওয়া হয়েছে
- খাদ্যসাথীতে ১০ কোটি মানুষকে সুবিধা
- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১ কোটির বেশি মানুষ সুবিধা পেয়েছে
- একমাত্র বাংলাতেই সরকারি কর্মচারীদের পেনশন দেওয়া হয়
- কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পাচ্ছে ৭৭ লক্ষ
- শুধু বাংলাই সরকারি কর্মচারীদের পেনশন দেয়
- এখন এমন অবস্থা মানুষ ব্যাঙ্কে টাকা রেখে বাড়ছে, টাকা আর ফেরত পাব কিনা?
- পরিকাঠামোর বরাদ্দ বেড়েছে ৬ গুণ
- মহামারীর মধ্যেও রাজ্যের ভালো আয়
- ফ্ল্যাট বাড়ি কেনাবেচায় কড় ছাড়
- স্ট্যামডিউটিতে ২ শতাংশ মেয়াদ বৃদ্ধি
- ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ শতাংশ ছাড়
- সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়
- সিএনজি চালিত গাড়িতে রোড ট্যাক্স মকুব