পুবের কলম ওয়েবডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর হেরিটেজের তকমা পেল এই রাজ্যের দুর্গাপুজো।
দুর্গাপুজো বাংলার ঐতিহ্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এই পুজোয় সামিল হন। ধর্ম এবং শিল্পের মেলবন্ধনের জন্যই এই স্বীকৃতি বলে জানিয়েছে ইউনেস্কো।
বুধবার ইউনেস্কোর তরফে টুইট করে জানানো হয়, রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তালিকায় নাম জুড়ল দুর্গাপুজোর।
জানা যাচ্ছে এই মুহুর্তে প্যারিসে চলছে ইউনেস্কোর বিশেষ সভা। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই সভা, যা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। সেই সভাতেই এই সিন্ধান্ত নেওয়া হয়েছে।
গত সেপ্টেম্বর মাসে রাজ্য সরকার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি যাতে বাংলার দুর্গাপুজো পায় তার জন্য আবেদন জানিয়েছিল।
কেন্দ্রীয় মানবসম্পদ দফতরের যৌথ উদ্যোগে সেই আবেদন পত্র পোঁছে যায় রাষ্ট্রপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিভাগে।
বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট প্রতিনিধিদের একটি দল তা খতিয়ে দেখে। এরপর ইউনেস্কোর সভায় সর্বসন্মতি ক্রমে হেরিটেজ ঘোষণার সিন্ধান্ত নেওয়া হয়।
এখনও পর্যন্ত গোটা বিশ্বের ছ’টি উৎসবকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকায় উঠে এল ভারতের নাম। জুড়ে গেল বাংলা।