পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে পেনশন চালু হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর। রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে। পেনসনের নমিনি বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা।
উল্লেখ্য ডানলপের ফুটপাতে ভবঘুরে হয়ে দিনযাপন করছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা বিষয়টি সংবাদমাধ্যমের সৌজন্যে প্রথম প্রকাশ্যে আসে। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি।
বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য বিবৃতি দিয়ে জানান ইরা বসু এইভাবে জীবন যাপন করে আসলে পরিবারের সম্মান নষ্ট করছেন।
মানসিক হাসপাতাল থেকে ফিরে ফের খড়দহের এক পরিচিতের আশ্রয়ে দিনযাপন শুরু হয় ইরা দেবীর। তখনই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে খোঁজ নেন। লোক পাঠান। আশ্বস্ত করেন পেনশন চালুর বিষয়ে। অবশেষে চালু হল পেনশন। ২০০৯ সালে অবসর নেন ইরা দেবী।