কলকাতাSunday, 16 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অতি সঙ্কটজনক কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ, দেওয়া হল ভেন্টিলেশনে

mtik
January 16, 2022 7:45 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অত্যন্ত সংকটজনক বাঁটুল, হাঁদা- ভোঁদার স্রষ্টা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের অবস্থা। শনিবার রাত সাড়ে ন টা নাগাদ তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। দক্ষিণ কলকাতার মিন্টো পার্ক লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

ক্রিটিকাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ সমরজিৎ নস্কর-সহ ছ’য় সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা করছেন এই অশীতিপর কার্টুনিস্টের।

পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই কিংবদন্তি কার্টুনিস্টের চিকিৎসার ভার গ্রহণ করেছে রাজ্যসরকার। ২০২১ সালের ২৪ ডিসেম্বর থেকে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন নারায়ণ দেবনাথ।

গত ১৩ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। হাসপাতালের শয্যাতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার।

আপামর বাঙালির শৈশব, কৈশোরের সঙ্গে জড়িয়ে আছে বাঁটুল, হাদা-ভোঁদা, নন্টে-ফন্টের স্মৃতি। সকলের একটাই প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রবাদপ্রতিম কার্টুনিস্ট। ফের সচল হোক তাঁর তুলি-কলম।