পুবের কলম ওয়েবডেস্ক: আয়ু মাত্র ২৪ ঘণ্টা, তারপরেই নাকি পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। তবে শীত বিদায় নিলেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। শনিবারের ঝলমলে আকাশ থাকলেও,আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সবজেলায়।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার সকালেও মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হবে পরিস্থিতির উন্নতি। মঙ্গলবার থেকে আকাশ থাকবে পরিষ্কার, নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
বঙ্গে কার্যত শীত বিদায় নেবে অকালবৃষ্টির সৌজন্যে, অন্তত এমনটাই বলছেন আবহবিদদের একাংশ।আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে তাপমাত্রার পারদ ছিল নিম্নমুখী। বেশ কয়েকদিন ধরে শীতের আমেজ ছিল রাজ্যজুড়ে।
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে। ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।
রবিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম।