আঙ্কারা, ১৯ অক্টোবর: ইসরাইলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। পাশাপাশি তিনি ইসরাইল–ফিলিস্তিন সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারেরও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, একমাত্র এ ধরনের পদক্ষেপই পারে ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে।
শুক্রবার দক্ষিণ ককেশাস আঞ্চলিক সহযোগিতা প্ল্যাটফর্মের তৃতীয় বৈঠকের অংশ হিসেবে আজারবাইজান, আর্মেনিয়া, ইরান ও রাশিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে আঙ্কারায় বৈঠক করেন এরদোগান।
বৈঠকে তিনি ইসরাইলের সমালোচনা করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘এখনই যুদ্ধবিরতি না হলে এই অঞ্চলে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।’
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে দিতে ইসরাইল উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আলাপ–আলোচনার মাধ্যমে ইসরাইল–ফিলিস্তিন সংকট মোকাবিলায় জোর দিতে হবে বলেও মন্তব্য করেন এরদোগান। বৈঠকে দক্ষিণ ককেশাসে স্থায়ী শান্তি প্রক্রিয়া এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এরদোগান বলেন, ‘আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’
এর আগে ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দিতে আরব লিগের প্রতিও আহ্বান জানান এরদোগান। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক ব্যবস্থার ব্যাপারেও আরব লিগকে পরামর্শ দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, আরব দেশগুলোর নিষ্ক্রিয়তায় এক বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল।
আরব বিশ্বের সামরিক শক্তিধর দেশ মিশর, ফিলিস্তিনের প্রতিবেশী রাষ্ট্র হলেও তারা এই আগ্রাসন থামাতে কোনও ভূমিকা নিচ্ছে না। এমনকি এ নিয়ে তারা ইসরাইলকে চাপও দিচ্ছে না। আরেক প্রতিবেশী দেশ জর্ডানও নীরব রয়েছে।