পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গলবার পুবের কলম দফতরে মোড়ক উন্মোচন হল কবি ফিরোজ চৌধুরীর কবিতা সংকলন তোমাকে একলা পেলে এবং মেকাইল রহমানের হাওয়ায় ভাসে দীর্ঘশ্বাস উপন্যাসের।এইদিন বই দুটোর প্রকাশ করেন পুবের কলম পত্রিকার সম্পাদক তথা সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান, উপস্থিত ছিলেন নিউজ এডিটর মুহাম্মদ আলাউদ্দিন, ডেপুটি চিফ রিপোর্টার আবদুল ওদুদ, সিনিয়র সাব এডিটর প্রদীপ মজুমদার, স্পোর্টস এডিটর আবুল হোসেন সহ অন্যান্যরা।
এইদিন কবি ফিরোজ চৌধুরী এবং লেখক মেকাইল রহমান জানান তাঁরা অত্যন্ত খুশি। যে সুযোগ পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান দিয়েছেন তাতে তাঁরা সম্মানিত।আক্ষরিক অর্থেই বর্ণময় চরিত্র কবি ফিরোজ চৌধুরী।কবিতা, সাহিত্যের জগতে সাবলীল যাতায়াত। ৩০ বছর ধরে দেশ পত্রিকায় কবিতা লিখেছেন। কবি ফিরোজ চৌধুরীর কবিতা “ হাওয়ায় ভাসে দীর্ঘশ্বাস” শিরোনামকেই উপন্যাসের নামকরণ করেছেন মেকাইল রহমান।