কলকাতাSunday, 24 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

আজ পাতাল রেলের শুভ জন্মদিন! আসুন জানি কিছু অজানা কথা

mtik
October 24, 2021 8:53 am
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ২৪ অক্টোবর কলকাতা মেট্রোরেল থুড়ি পাতাল রেলের ৩৭ তম শুভ জন্মদিন। মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে চলত এই ট্রেন ফলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর লেখায় এই ট্রেনকে পাতাল রেল বলে আখ্যায়িত করেন। সেই থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে পাতাল রেল শব্দটি।

দেশের প্রথম ভূগর্ভস্থ রেলের শিরোপা কলকাতা মেট্রোর। ১৯৮৪ সালের ২৪ অক্টোবরের পরবর্তী ২৫ বছর একটানা কলকাতার সুরঙ্গ দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়িয়েছে ফিকে হলদেটে রঙের নন-এসি মেট্রো রেকগুলি। তখন এসি রেক ছিল কল্পলোকের বস্তু।

আজ ৩৭ বছর পর সেই নন এসি রেকগুলি চিরকালের মত অবসর নিতে চলেছে। আজ রবিবার শেষবারের মত টালিগঞ্জ থেকে নোয়াপাড়া যাত্রা করবে নন এসি রেক, তবে তাতে কোন যাত্রী থাকবেন না। এই বিদায়বেলাকে স্মরণীয় রাখতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন মেট্রো কর্তৃপক্ষ। সেই সময়ের মেট্রোরেলের চালক, কর্মীরা তাদের স্মৃতিচারণ করবেন।

২০০৯ সালে কলকাতায় প্রথম এসি রেক চালু হয়। পাতাল রেলে ট্রাফিক জ্যামের সমস্যা না থাকলেও ভিড়ের চাপ ততদিনে অনেকটাই বেড়েছে। তাই ভিড়ে গলদঘর্ম যাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে ওঠে হাতেগোনা মেট্রো রেলের এসি রেকগুলি।