কলকাতাSaturday, 19 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

জানেন কি ইউরোপীয়ান অতিথি মিউট সোয়ান- এর অবশেষে মিলল আশ্রয়

mtik
February 19, 2022 9:08 am
Link Copied!

 

পুবের কলম ওয়েবডেস্কঃ দিন চারেক আগে তাকে দেখা যায় বারুইপুরের ঝিলে। নতুন অতিথির যাতে কোন, ক্ষতি না হয় তাই আগলে রেখে ছিলেন স্থানীয়রা। সাদা ধপধপে শরীর, কমলা ঠোঁট। এটিকে মিউট সোয়ান বলেও জানাচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। আপাতত এই বিদেশি পরিযায়ী পাখিটির স্থান হল আলিপুর চিড়িয়াখানা।

বারুইপুর থেকে সে উড়ে চলে যায়,ফের তার দেখা মেলে ডায়মন্ডহারবারে।সেখান থেকে খাঁচা বন্দি করে পাঠানো হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে সে আছে।

মিউট সোয়ানের আস্তানা মূলত ইউরোপের দেশগুলিতে। শীতের মরসুমে উড়ে এদিক-ওদিক যায় বটে। তবে এত দূরে আসার কথা নয়। এই পাখি কখনও দেখা যায়নি বলেই বন্যপ্রাণী বিশেষজ্ঞদের দাবি।

তবে রাজহাঁসের মত দেখতে মিউট সোয়ান কে দেখা র জন্য বারুইপুর, ডায়মন্ডহারবারে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মত। পাশাপাশি স্থানীয়রা এটাও খেয়াল রাখেন পাখিটার যেন কোন ক্ষতি না হয়। মিউট সোয়ানের সুরক্ষার জন্য মোতায়েন করা হয় পুলিশও।