পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা বিধিনিষেধ বেড়েছে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। কিছু নিয়ম শিথিল হলেও কড়াকড়ির দিকে হেঁটেছে রাজ্যের সরকার। এই অবস্থায় শনিবার থেকে খুলে গেল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। করোনা বিধি মেনেই মন্দিরে আসতে পারবেন ভক্তরা। ফুল মিষ্টি দিয়ে পুজো দিতে পারবেন ভক্তরা। মন্দির ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন:আজ টোকিওতে পদকের লড়াইতে ভারতের দুই কন্যা পূজা -সিন্ধু
প্রসঙ্গত, গত ২২ জুন কালীঘাট মন্দির খুলে দেওয়া হয়। তবে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন ভক্তরা।
গত ২২ জুন কালীঘাট মন্দির খুলে দেওয়া হয়। তবে মন্দিরে ঢোকা নিয়ে কঠোর শর্ত ছিল। এতদিন ভক্তদের জন্য বন্ধ থাকলেও পুজো, সন্ধ্যা আরতি, ভোগ নিবেদনের মতো মন্দিরের সমস্ত কাজ চালু ছিল। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না ভক্তদের। এবার সেই অনুমতি মিলল।