পুবের কলম প্রতিবেদক: উল্টোডাঙা বস্তিতে আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন। আগুন লেগেছিল উল্টোডাঙা হঠাৎপল্লীতে। বহু বাড়ি পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ উল্টোডাঙায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লাগে।
এলাকা ঘিঞ্জি হওয়ার জন্য আগুন সহজেই ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এর পর দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর জন্য কাজে হাত লাগায় স্থানীয়রাও।
কী কারণে এই বিধ্বংসী আগুন লাগে তার তদন্ত শুরু করেছে দমকলবাহিনী। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, হতাহত কোনও খবর নেই। ৮-১০ ঝুপড়ি ক্ষতিগ্রস্ত। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।