কলকাতাFriday, 10 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

আরবিতে শিক্ষক নিয়োগে সরলীকরণের দাবিতে ডেপুটেশন

mtik
December 10, 2021 5:31 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ উচ্চপ্রাথমিক স্কুলে আরবি বিষয়ের শিক্ষক নিয়োগে সংরক্ষণ করা আসনগুলিতে শিক্ষক নিয়োগের দাবি তুলল সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। বৃহস্পতিবার বিকাশ ভবনের শিক্ষা দফতরে ডেপুটেশন দেওয়া হয় ফেডারেশনের পক্ষ থেকে। ওই ডেপুটেশনের জানানো হয়– স্কুলগুলিতে এূন আরবি পদে শিক্ষক নিয়োগে এসসি– এসটি– ওবিসি বি ক্যাটিগোরিদের সংরক্ষণ করে দেওয়া হচ্ছে। এসসি– এসটি– ওবিসি বি ক্যাটিগোরির প্রার্থী নেই। তবু কেন স্কুলগুলি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরবি পদে শিক্ষক নিয়োগের জন্য সংরক্ষিত করে পাঠানো হচ্ছে। এ দিকে রাজ্যের বহু স্কুলে শিক্ষকের অভাবে আরবির শূন্য আসনগুলি পূরণ করা হচ্ছে না।

 

এতে শিক্ষা দফতর– স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। এ দিকে স্কুলের শূন্য পদে আরবি শিক্ষক নিযুক্ত না হওয়ার ফলে বঞ্চিত হচ্ছেন চাকরিপ্রার্থীরা। ফেডারেশনের আবেদন– ওই সংরক্ষিত আসনগুলি অসংরক্ষিত সাধারণ আসনে রূপান্তর করে শিক্ষক নিয়োগ করা হোক। কারণ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে।

 

সেই পড়ুয়াদের স্বার্থে এই পদের শিক্ষক নিয়োগের জটিলতা যাতে নিরসন করা সম্ভব হয়– তার ব্যবস্থা করতে হবে শিক্ষা দফতরকে। ইতিমধ্যে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সংরক্ষিত আসনে কর্মপ্রার্থী না থাকায় ওই আসনগুলি অসংরক্ষিত আসনে রূপান্তর করে দিয়েছে।