পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশের চাকরির দাবিতে বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ভবানী চত্বর। নিয়োগপত্র পেয়েও কনস্টেবলের চাকরি না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। উত্তেজনা চরমে ওঠে। বিক্ষোভ থামাতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিক্ষোভকারীদের থামাতে তাদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়।
ভবানী ভবনের সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা৷ বিক্ষোভের কারণে যানজট তৈরি হয়। দু’ পক্ষের মধ্যে ধস্তাধস্তিও থেকে মৃদু লাঠিচার্জে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া৷ তিনি বিক্ষোভকারীদের বোঝান, রাজ্যে মহামারি আইন জারি রয়েছে৷ এই অবস্থায় এ ভাবে জমায়েত করা যায় না৷ বিক্ষোভকারীদের দাবি খতিয়ে দেখারও আশ্বাস দেন তিনি৷
এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগপত্র পাওয়া সত্ত্বেও কেন তারা চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। ৮০১৯ জন চাকরি প্রার্থীর মধ্যে ১৮৭১ জন চাকরি পেয়েছেন৷ বাকিরা তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও আট মাস অপেক্ষা পরেও চাকরিতে যোগ দিতে পারছেন না৷ ডিসি সাউথের থেকে লিখিত আশ্বাসও দাবি করেন চাকরিপ্রার্থীরা৷
বিক্ষোভকারীদের বোঝানো চেষ্টার পরেও তারা নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালাতে থাকে। পরে পুলিশ সেই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।