নয়াদিল্লি, ২৭ নভেম্বর: একটি জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছিল সরকার সনাতন ধর্ম রক্ষা নামে একটি বোর্ড গঠন করে দিক। দিল্লি হাইকোর্টে এই মামলা করে সনাতন হিন্দু সেবা সংঘ ট্রাস্ট নামের একটি সংস্থা। তারা সরকারকে বোর্ড গঠন নিয়ে উদ্যোগী হতে বলে।
কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। কোর্ট জানায়, এই ধরনের দাবি পূরণের বিষয়টি আদালতের এক্তিয়ারের মধ্যে নেই। বরং আবেদনকারীরা সরকারকে জানাতে পারে। কোর্ট কোনও নির্দেশনা দিতে পারে না এই বিষয়ে। তাছাড়া কোর্টের কোনও ধারণাই নেই এই বিষয়ের উপর, যেটা দাবি করা হয়েছে।
আর্জিতে বলা হয় অন্যান্য ধর্মের মানুষদের ক্ষেত্রে বোর্ড তৈরি হয়েছে সরকারের অধীনে। মুসলিমদের জন্য ওয়াকফ বোর্ড, শিখদের শিখ প্রবন্ধক কমিটি বোর্ড তাহলে হিন্দুদের জন্য সনাতন বোর্ড গঠন কেন হবে না। সরকার দেশে বহু মন্দিরের কাজকর্ম নিয়ন্ত্রণ করে, এখন সেগুলির জন্য এবং হিন্দু ধর্মরক্ষার জন্য সনাতন বোর্ড গঠন করতে হবে। বিশেষ করে সনাতন ধর্ম ছেড়ে বহু হিন্দু অন্য ধর্ম গ্রহণ করছে। সনাতনিদের রক্ষা করতে হবে। এই নিয়ম সনাতন ধর্ম বিরোধী তাই এসব বন্ধ করতে একটি বোর্ড গঠন করা দরকার।
তবে আদালত স্পষ্ট করে দেয়, আপনারা সরকারের কাছে আবেদন জানাতে পারেন। সাংসদরা সংসদে এই দাবি ওঠাতে পারেন। আমরা ট্রাস্ট গঠন বা বোর্ড গঠন করার কথা বলতে পারি না। এটা নীতির প্রশ্ন। আমরা এসব করতে পারি না। রিট পিটিশন খারিজ হলেও হাইকোর্ট জানিয়েছে তারা সরকারের কাছে আর্জি জানাতে পারেন।