পুবের কলম, ওয়েবডেস্কঃ স্বস্তি নেই। ফের ধেয়ে আসছে তুমুল বৃষ্টি। এমনই বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে আগামী রবিবার থেকে ফের ওড়িশা ও সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এদিকে রবিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে এখনও জলমগ্ন কলকাতা। কোথাও হাঁটু সমান আবার কোমড় সমান জল। আজ মঙ্গলবার বৃষ্টি একটু কমলেও মেঘলা আকাশ। তবে আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এটি নিম্নচাপ শক্তিবৃদ্ধি করছে। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে আজও। সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান- এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান এই জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। আগামিকাল অর্থাৎ, বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রবিবার ঘূর্ণাবর্তের সঙ্গে সমস্যা বাড়িয়েছে পূর্ণিমার ভরা কোটাল। ভরা কোটালের জন্য সকাল সাড়ে দশটার পর থেকেই সব লকগেট বন্ধ। ফলে জমা জল বের করাটাই সমস্যা হয়ে দাঁড়ায় পুরসভার কাছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। পাতিপুকুর, উল্টোডাঙা, কাঁকুরগাছি আন্ডারপাস জলের তলায়। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধি রোড, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট জল থইথই। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ, হাঙ্গারফোর্ড স্ট্রিটেও জলে থৈ থৈ। এদিকে রাতভর ব্যাপক বৃষ্টিতে জল জমেছে রেললাইনে। জলমগ্ন হাওড়া ও টিকিয়াপাড়া কারশেড। ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। হাওড়া স্টেশনের দুই শাখায় খুব ধীরগতিতে চলে ট্রেন। কলকাতা বিমানবন্দরের টারমার্কে জল জমে যাওয়ায় বিমান ওঠানামায় দেরি হয়।
রবিবার রাত বারোটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত শহর কলকাতার নিকাশি পাম্পিং স্টেশনের পরিসংখ্যান অনুযায়ী বেলগাছিয়ায় ১০০ মিলিমিটার, ধাপায় ১৪৬ মিলিমিটার, মানিকতলায় ৯৮ মিলিমিটার, তপসিয়ায় ১৩০ মিলিমিটার, ঠনঠনিয়ায় ১০০ মিলিমিটার, উল্টোডাঙায় ১২৫ মিলিমিটার, বালিগঞ্জে ১২৩ মিলিমিটার, চেতলায় ১১৪ মিলিমিটার, কালীঘাটে ১২৭ মিলিমিটার, যোধপুর পার্কে ১১৭ মিলিমিটার, মোমিনপুরে ১১৬ মিলিমিটার, বেহালায় ১০২ মিলিমিটার এবং পামারবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে যানজটে নাকাল শহরবাসী। যানবাহনে তৈরি হয়েছে সংকট। সুযোগ বুঝে অটো থেকে উবের দ্বিগুণ ভাড়া হাঁকাচ্ছে। এক কথায় দুর্ভোগে শহরবাসী।
ব্রেকিং
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নয়া রণকৌশল
- কর্ণাটকের ৩ বিধানসভা আসনেই জয়ী কংগ্রেস
- কাশ্মীরি পণ্ডিতদের দোকানে বুলডোজার!
- ৪৮টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে ভোটের ফলাফল: দেখে নিন একনজরে
- ৬৫ শতাংশ মুসলিম আসন কুন্দরকিতে যোগীরাজ্যে বিরাট জয় বিজেপির
- মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: গেরুয়া টাইফুনে ‘ষড়যন্ত্র’ দেখছেন ‘INDIA BLOCK’
- ‘রেউড়ির’ জের! মহারাষ্ট্রে গেরুয়া ‘টাইফুন’, বিপর্যস্ত ‘ইন্ডিয়া’ জোট
- ‘গেরুয়ার মাদারিহাটে সবুজের ঝড়’ জয়ী জয়প্রকাশ টোপ্পো
- প্রথমেই ‘প্রথম’ ! ওয়েনাডে প্রিয়াঙ্কার ‘হাত’-এই ভরসা রাখল জনগণ
- উপনির্বাচনে ছক্কা হাঁকাল TMC, সবুজ আবির মেখে জয়োল্লাস কর্মী সমর্থকদের
- হেমন্তের বাজিমাত, ঝাড়খণ্ডে সরকার গড়ার পথে জেএমএম জোট
- বিশাল স্বর্ণখনির সন্ধান চিনে