পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতের কাছে পারথ টেস্টে হারের পরে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা দিন-রাতের টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে চলেছে অস্ট্রেলিয়া । তথ্য বলছে, এখনও পর্যন্ত সাতটি গোলাপি টেস্টে খেলেছে অজিরা। এবং একটিতেও তারা হারেনি। সেই হিসেবে আত্মবিশ্বাসি হয়েই অ্যাডিলেডে নামতে চলছে প্যাট কামিন্স বাহিনী। তার আগে দিন রাতের এই ম্যাচন নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ এবং অধিনায়ক প্যাট কামিন্স।
একটি স্পোর্টস চ্যানেলে স্মিথ বলেন, ‘গোলাপি বলে আপনাকে ম্যাচের যে কোনও সময়ই নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে চ্যালেঞ্জ নির্ভর করে আপনি কখন ব্যাট করছেন, ম্যাচের গতিবিধি কেমন তার ওপরে। আপনি জানেন না, গোলাপি বল কখন. কি রকম আচরণ করবে। এটা লাল বলের থেকে বেশি সুইং করে। ফলে ব্যাট করাটা চালেঞ্জিং। আপনাকে সবসময়ই সতর্ক থাকতে হবে।’
পাশাপাশি অ্যাডিলেডে নামার জন্য তাঁর তর সইছে না জানিয়ে অজি ক্যাপ্টেন কামিন্স বলেন, ‘এটা ঠিক যে, দিন রাতের টেস্টে রান করাটা বেশ কঠিন। কিভাবে স্কোর বোর্ড সচল রাখা যায়, তার উপায় বের করতে হবে। অ্যাডিলেডে আমি অনেক ম্যাচ খেলেছি। রানও করেছি। চেনা পরিবেশে এ বারও সফল হবে বলেই আমার বিশ্বাস।’