পুবের কলম, ওয়েবডেস্কঃ বছরের শেষে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এর মধ্যে ওমিক্রন আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬ তে পৌঁছেছে। কলকাতার ১০টি ওয়ার্ড হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে।
রাজ্যজুড়েই বর্ষবরণের উৎসব পালনে বিধিনিষেধ টানা হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালে যাতে রোগীরা সঠিক পরিষেবা পায়, তার জন্য হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোকে প্রথম ঢেউয়ের মতোই শয্যা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিন কত নমুনা পজিটিভ হচ্ছে তাও জানাতে হবে স্বাস্থ্যভবনকে।
শুক্রবার স্বাস্থ্যভবনের তরফে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির সঙ্গে বৈঠক করা হয়। ভার্চুয়াল এই বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বেসরকারি হাসপাতালগুলিকে এদিন বলা হয়, সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় শয্যা প্রস্তুত রাখতে হবে। বেসরকারি হাসপাতালগুলির ল্যাবগুলিতে প্রতিদিন কত নমুনা পরীক্ষা হচ্ছে, কতগুলি রিপোর্ট পজিটিভ হচ্ছে সেই পরিসংখ্যানও স্বাস্থ্য ভবনকে পাঠাতে হবে। এছাড়া ওষুধের স্টক কতটা কি হয়েছে, তার নজর রাখতে বলা হয়েছে।
ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সি ৪৫ লক্ষ ছেলেমেয়েকে টিকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। আগামী ৩ জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা। ১০ জানুয়ারি ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ। সেই নিয়েও নিয়েও প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্য।