কলকাতাTuesday, 28 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

‘উনি আগে নিজের ইমেজটা ক্লিন করুন’, রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল সাংসদ

mtik
December 28, 2021 8:19 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ গত নভেম্বরে বিভিন্ন দফতরে কনসালটেন্ট– সিনিয়র কনসালটেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবারই ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে এক সপ্তাহের মধ্যে মুখ্যসচিবকে রাজভবনে হাজিরও হতে বলেন তিনি। এই ট্যুইট ঘিরে পাল্টা রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। দলীয় সাংসদ সুখেন্দুশেখর রায়ের মতে রাজ্যপালের এহেন আচরণ উন্মাদের মতো ব্যবহার ছাড়া আর কিছুই নয়। পুরোটাই প্রলাপ বলে উড়িয়ে দেন তিনি। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় এদিন বলেন–  উনি উন্মাদের মতো আচরণ করছেন। প্রলাপ বকছেন। রাজ্যপালের নিয়োগ নিয়ে তো আমাদেরই প্রশ্ন আছে। ওনাকে যেভাবে নিয়োগ করা হয়েছে–  উনি একটা রাজনীতির লোক। বিজেপি দলের লোক। কোনও নিয়ম নীতি না মেনে এই নিয়োগ করা হয়েছে।

এদিন রাজ্যপাল প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বিস্ফোরক দাবি করেন। বর্ষীয়ান এই তৃণমূল সাংসদের কথায়–  উনি অতীতে বিচ্ছিন্নতাবাদী শক্তি– বিদেশি শক্তি যারা আমাদের দেশে নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করেছিলেন বলে অভিযোগ। এরকম একটা লোককে রাজ্যপাল করা হয়েছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে। এটা আমরা তুলেও ছিলাম। এর কোনও সঠিক জবাব আজ অবধি পাইনি। আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। উনি আগে নিজের ইমেজটা ক্লিন করুন। তারপর অন্যত্র ফাঁক ফোকর খুঁজতে যাবেন। এটাই প্রত্যাশা।