পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লির ২৩ স্কুলে বোমাতঙ্কের জের! অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। স্কুলে বোমাতঙ্কের ঘটনায় দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সামনেই পরীক্ষা ছিল অভিযুক্ত পড়ুয়ার। পরীক্ষার পড়া হয়নি। তাই পরীক্ষা পিছনোর সহজ উপায় হিসবে স্কুলে হুমকি মেল পাঠায় সে। তাও আবার একবার, দু’বার নয়, মোট ২৩ বার এহেন মেল পাঠায় সে।
উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিকবার দিল্লির বহু স্কুলে বোমাতঙ্কের হুমকি মেল পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এলেও কিছু পাওয়া যায়নি। তবে জারি ছিল তল্লাশি। গত সপ্তাহেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।বলা হয়েছিল বোমা রাখা আছে স্কুলে। কিন্তু তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। অবশেষে অভিযুক্তকে খুঁজে পেয়েছে পুলিশ। অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই পড়ুয়া জানিয়েছে প্রত্যেক বার দু’টি বা তিনটি করে স্কুল বেছে বেছে সেগুলোতে হুমকি মেল পাঠাত সে। যাতে কারও সন্দেহ না হয়। এইভাবে অন্তত ২৩ স্কুলে হুমকি মেল পাঠিয়েছিল সে। শেষে নিজের স্কুলেও হুমকি মেল পাঠিয়েছিল। স্কুলে পরীক্ষা বন্ধের জন্যেই এই ছক কষেছিল সে।