পুবের কলম ওয়েবডেস্কঃ জীবন এখন মুঠো ফোনে বন্দী। সোশ্যাল মিডিয়া ছাড়া জীবনের স্বাদটাই যেন পানসে। তার ওপর করোনা অতিমারীর জেরে এখন বন্ধ স্কুল, কলেজ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। পড়াশোনার মাধ্যমও এখন তাই ভার্চুয়াল।
সেচ্ছাসেবী সংস্থা হাটখোলার মেডিকেল ব্যাঙ্ক বিশ্বকর্মা পুজোর আগের দিন এই নিয়ে একটা অভিনব অনুষ্ঠানের আয়োজন করে। শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে কচিকাঁচাদের হাতে তুলে দেওয়া হয় ঘুড়ি। যাতে অন্তত একদিন মোবাইল ফোন ব্যবহার না করার বার্তা দেওয়া হয়।
মেডিকেল ব্যাঙ্কের কর্ণধার ডি আশিষ জানান বর্তমান জীবনযাত্রার সঙ্গে যে ভাবে মোবাইল ফোন জড়িয়ে রয়েছে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তবু যদি একদিনও এই মুঠোফোন থেকে ছুটি নেওয়া যায় সেই বার্তাই ঘুড়ির মাধ্যমে ছড়িয়ে দেবে কচিকাঁচারা।