পুবের কলম ওয়েবডেস্কঃ আনিস খানের মৃত্যু থেকে বগটুই কান্ড। রাজ্যে ঘটে চলা সাম্প্রতিক ঘটনা প্রবাহে উদ্বেগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিশিষ্টজনেরা। চিঠিতে মুখ্যমন্ত্রীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
রাজ্যের ভিতরে ভুল ত্রুটি গুলি শোধরানো প্রয়োজন, না হলে সাম্প্রদায়িক বিভেদকামী রাজনীতি আমাদের অভ্যন্তরীণ গাফিলতির সুবিধা নিতে চেষ্টা করবে “ এমনটাই লেখা হয়েছে চিঠিতে। এর পাশাপাশি বগটুই কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও প্রশংসাও করা হয়েছে চিঠিতে।
বগটুই প্রসঙ্গে চিঠিতে একথাও লেখা হয়েছে, ‘‘ঘটনা পরবর্তীতে আপনার তত্ত্বাবধানে প্রশাসন, অনুসন্ধান এবং ক্ষতিপূরণ দানে তৎপর হয়েছে এবং এই পদক্ষেপ নিঃসন্দেহে স্বাগত।’’ চিঠিতে বিশিষ্টজনেরা আরও লিখেছেন, ‘‘এই চিঠিতে স্বাক্ষরকারীদের কোনও ক্ষুদ্র দলীয় বা রাজনৈতিক স্বার্থ নেই।ভারতের অধিকাংশ প্রান্তে এই মুহূর্তে গরিষ্ঠতাবাদী বিভাজন সৃষ্টিকারী রাজনীতির আস্ফালন।
“ ২০২১-এর সেই রাজনীতি আমাদের বাংলাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়ে সর্বশক্তি প্রয়োগ করেছিল। দলমত নির্বিশেষে আমরা মনে করি আপনার জন্যই তা হতে পারেনি। আপনার এই সংগ্রামকে আমরা সম্মান করি এবং ভারতবর্ষে অতি-দক্ষিণপন্থী রাজনীতির অন্যতম প্রধান বিরোধী মুখ হয়ে ওঠার জন্য আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।’
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়,অপর্ণা সেন, কৌশিক সেন, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনুপম রায়, অনিন্দ চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন, সোহিনী সরকার, সুজন (নীল) মুখোপাধ্যায় ঋতব্রত মুখোপাধ্যায় রেশমি সেন, দেবলীনা দত্ত, গৌরব চক্রবর্তীর মতো তারকা।