রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগ শহরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগেই মাঠ পরিদর্শনে সাংসদ বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা। আগামী ২০শে জানুয়ারি, সোমবার লালবাগের নবাব বাহাদুর’স ইনস্টিটিউশন মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করবেন। মাঠের প্রস্তুতি চলছে জোরকদমে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই প্রশাসনিক কর্তারা মাঠ খতিয়ে দেখছেন। শুক্রবার মাঠ পরিদর্শনে আসেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র, জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব, কান্দির বিধায়ক অপূর্ব সরকার, চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ সহ প্রশাসনিক কর্তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মাঠে উপস্থিত হয়ে কাজের তদারকি করছেন মুর্শিদাবাদের পুরপ্রধান ইন্দ্রজিৎ ধর।