পুবের কলম ওয়েব ডেস্ক : অভিনেতা-অভিনেত্রীদের সম্বন্ধে জানার আগ্রহ সাধারণ মানুষের বরাবরই একটু বেশি। জীবনযাপনের ধরন, প্রতিদিনকার অ্যাক্টিভিটি দেখে মানুষ অনেক সময় তাদের অনুকরণ করে। যেমন তাঁদের পছন্দ-অপছন্দ, তাঁদের জন্মদিন, ফ্যাশন, স্টাইল সব কিছুতেই আমাদের কৌতূহলের বিষয়। সে রকমই কোন তারকা কোথায় বেড়াতে যাচ্ছেন, কার সঙ্গে বেড়াতে যাচ্ছেন এসব নিয়েও মানুষের আগ্রহ নেহাত কম নয়।
তাই তো প্রায় দুই বছর ঘরবন্দি থাকার পর ২০২২ সালে ভ্রমণপ্রেমীরা বেরিয়ে পড়েন প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, ব্যাগ গুছিয়ে এদিক ওদিক বেরিয়ে পড়তে শুরু করেন সকলে। দেখে নিন এমন কিছু জায়গা, যেখানে ২০২২ সালে অনেক অভিনেতা-অভিনেত্রীর প্রিয় ছিল বা যেখানে তাঁরা সবচেয়ে বেশি ঘুরতে গিয়েছেন। তার মধ্যে অন্যতম হল-
বিকানির
২০২২ সালে সেলিব্রিটিদের সবচেয়ে পছন্দের জায়গার ছিল রাজস্থানের বিকানিরের। বলিউড বা টিভি অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বেশি পছন্দ ছিল রাজস্থানের এই শহর। রাজস্থানের বিকানিরের জুনাগড় ফোর্ট, গজনর প্রাসাদ, লালগড় প্রাসাদ এবং গজনর বন্যপ্রাণী অভয়ারণ্যের মতো জায়গাগুলির এমনিতে সারা ভারতেই খুব জনপ্রিয়। উদয়পুর যেভাবে রাজকীয় আতিথেয়তার জন্য বিখ্যাত, বিকানিরও এই তালিকায় আসে।
রণথম্ভোর
রাজস্থানের আরও একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হল রণথম্ভোর। উত্তরে বনাস এবং দক্ষিণে চম্বল নদী দ্বারা বেষ্টিত এই স্থানটি দেশ তো বটেই গোটা বিশ্বের কাছে একটি বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প। রণথম্ভোর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রণথম্ভোর ন্যাশনাল পার্ক, রণথম্ভোর দুর্গ, যোগী মহল এবং সুরওয়াল লেকও জনপ্রিয়।
আলিবাগ
আপনাদের মধ্যে যারা সমুদ্র ভালবাসেন তারা এখনই ঘুরে আসতে পারেন আলিবাগ থেকে। মুম্বই থেকে আলিবাগের দূরত্ব খুব বেশি নয়। সেলিব্রিটিদের এখানে প্রায়ই ছুটি কাটাতে দেখা যায়। আলিবাগ তার সুন্দর সৈকতের জন্য সারা ভারতে বিখ্যাত।
মানালি
পাহাড় বা শৈল শহরের মধ্যে মানালির নাম উল্লেখ যোগ্য। হিমাচলের বুকে অবস্থিত এই শহর সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কারোর কাছেই অজানা নয়। এই শহরের মনোরম দৃশ্য দেখার জন্য বার বার ছুটে যান পর্যটকরা।
উদয়পুর
রাজস্থানের উদয়পুরের আরেক নাম ‘সিটি অফ লেক’। ২০২২ সালে সেলিব্রিটিদের পছন্দের তালিকায় থাকা বিখ্যাত স্থানগুলির মধ্যে ছিল এটি অন্যতম। উদয়পুর পিচোলা লেক, ফতেহ সাগর হ্রদ এবং জয়সমন্দ হ্রদের জন্য বিখ্যাত। উদয়পুর সিটি প্যালেস, সজ্জন গড় প্যালেস, ভিনটেজ কার মিউজিয়ম এবং সহেলিয়োঁ কি বারির মতো জায়গাগুলি বিখ্যাত।