পুবের কলম প্রতিবেদক: ভারতের আপত্তিতে শেষ পর্যন্ত মাথা নোয়াতে হচ্ছে পাকিস্তানকে। এশিয়া কাপের মতো এবার ভারতের আপত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এককভাবে আয়োজনের সুযোগ হারাতে চলেছে পাকিস্তান। শোনা যাচ্ছে, আগামী ২৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। যেখানে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত হতে পারে। আর তা না হলে পাকিস্তান থেকেই গোটা টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নিতে পারে আইসিসি। কারণ, ভারতকে চটিয়ে তারা কোনওভাবেই বিরাট অঙ্কের ক্ষতির মুখে পড়তে রাজি নয়।
আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানে তারা দল পাঠাবে না। অন্যদিকে পাকিস্তানও জানিয়ে দিয়েছে যেকোনো মূল্যে তাদের মাটিতেই হবে আসরটি। এতসব অনিশ্চয়তার মধ্যে চূড়ান্ত সূচিও প্রকাশ করেনি আইসিসি। এই পরিস্থিতিতে আইসিসির একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাচ্ছে বলে খবর। আইসিসির এই ডেলিগেট টিম নাকি পরিদর্শন করবে পাকিস্তানের ভেন্যু ও তাদের ক্রিকেট বোর্ডের দফতরে। শোনা গিয়েছে, পাকিস্তান সফরের আগে আগামী ২৬ নভেম্বরে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে আইসিসি। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে শেষ পর্যন্ত পাকিস্তানকে তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতের হাইব্রিড মডেল প্রস্তাবেই টুর্নামেন্ট আয়োজন করতেই হবে। সেটা করতে হলে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানকে ঐকমত্যে পৌঁছাতে হবে। তার পরই জানা যাবে, দ্বিতীয় বিদেশী ভেন্যুর নাম। আর এতে তারা রাজি না হলে সম্ভাবত নতুন কোনও দেশে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, বলে খবর।