পুবের কলম প্রতিবেদকঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকা সমস্ত কলেজগুলিকে পড়ুয়াদের পরীক্ষার আবেদন অনলাইনে জমা দেওয়ার নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগ। পরীক্ষা নিয়ামক বিভাগ জানিয়েছে– ১২ জুলাইয়ের মধ্যে চেক লিস্ট জমা করতে হবে। ১২ জুলাই থেকে ২২ জুলাই-এর মধ্যে জমা করতে বলা হচ্ছে। পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ২৯ জুলাই অনলাইনে ডাউনলোড করা যাবে।
কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দ্বিতীয়– চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের জন্য এই আবেদন করতে বলা হয়েছে। পার্ট-থ্রি’র ছাত্রছাত্রীদেরও আবেদন করতে বলা হয়েছে।
এছাড়া কলেজগুলিকে বলা হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট এবং টিউটোরিয়াল এক্সজামিনেশন নেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে।