পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী ১২ এপ্রিল রাজ্যে দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই হবে ভোটগ্রহণ। কমিশন সূত্রে জানা যাচ্ছে বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোতায়েন করা হতে পারে ১৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আজ শনিবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসার কথা রাজ্যের ( এডিজি) আইনশৃঙ্খলার। ১২ এপ্রিল হাই ভোল্টেজ এই দুটি কেন্দ্রের নির্বাচনে নজর থাকবে সারা রাজ্য তথা দেশের।
রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয় বালিগঞ্জ আসনটি। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। তৃণমূলে যোগ দেওয়ার পর তাই ছেড়ে দেন আসানসোলের সাংসদ পদ। সেই আসনেও আগামী ১২ এপ্রিল হতে চলেছে উপনির্বাচন।