নিজস্ব প্রতিনিধি: আসন্ন বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনের জন্য বঙ্গ বিজেপির তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেলেন না হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে যে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার, রূপালি পর্দার অভিনেতাদের নাম থাকলেও কেন লকেটের নাম নেই, তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি রাজ্য বিজেপির বর্তমান মুখিয়া সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যরা। আর যিনি বাদ পড়েছেন সেই হুগলির সাংসদ নিস্পৃহ কণ্ঠে বলেছেন, ‘বাংলার বিজেপি নেতৃত্ব আমাকে যোগ্য মনে করেনি, তাই রাখেনি।’
রাজনৈতিক পর্যবেক্ষকরা অবশ্য মনে করছেন, ‘ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচন থেকে শুরু করে সদ্য সমাপ্ত শতাধিক পুরসভার ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে না নামার শাস্তি হিসেবেই লকেট চট্টোপাধ্যায়কে এবারে দুই কেন্দ্রের তারকা প্রচারকের তালিকায় রাখা হয়নি। তাছাড়া পর পর নির্বাচনে দলের ভরাডুবি নিয়ে রাজ্য নেতৃত্বের দিকে তিনি আঙুল তুলেছিলেন। এমনকী রাজ্য সভাপতির সমালোচনা করে যাঁরা শাস্তির মুখে পড়েছিলেন সেই রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। লকেটের সেই ভূমিকাকে যে বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতাসীন নেতৃত্ব ভাল মনে মেনে নেয়নি, তারকা প্রচারকের তালিকা থেকে হুগলির সাংসদকে বাদ দিয়ে তা বুঝিয়ে দিয়েছে।’
আসানসোল ও বালিগঞ্জের উপনির্বাচনের জন্য যে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দলের অবাঙালি নেতা-নেত্রীদের গুরুত্ব দেওয়া হয়েছে।
অমিত মালব্য, স্মৃতি ইরানি, অর্জুন মুণ্ডা, বাবুলাল মারান্ডি, গিরিরাজ সিং, অন্নপূর্ণা দেবী যাদব, নিত্যানন্দ রাই, হেমন্ত বিশ্বশর্মা, অর্জুন সিং, মনোজ তিওয়ারি, রবি কিষাণ, রবিশংকর প্রসাদ, এস এস আলুওয়ালিয়া, রাম কৃপাল যাদব, গৌতম গম্ভীর, রেনু কুমারী, জুয়েল মুর্মু, জিতেন্দ্র তিওয়ারিদের নাম রয়েছে।